দিবাস্বপ্ন
- যাযাবর জীবন
সকালটার ঘুম ভাঙ্গতেই ঘুমিয়ে গেল স্বপ্নটা
রোদের তাপে মোমবাতি গলা শুরু করতেই
মনচাপা দিয়ে আমি অন্ন অন্বেষণে,
তোর ভাবনা আবার কানামাছি খেলবে
বাড়ি ফেরার কালে মনখারাপের বিকেলে
তুই মাথার ওপর চড়ে বসবি রাত্রির প্রথম প্রহরে
তারপর চোখ বেয়ে স্বপ্নে ঢুকে যাবি জড়িয়ে নিয়ে
আমায় রাতের অন্ধকারে,
ভোরের আলো পাখির চোখ ছুঁয়ে দিতেই
স্বপ্ন ঘুমিয়ে যাবে দিনের মোমবাতিতে;
এভাবে বৃত্তের মাঝেই ঘুরে
বৃত্তবন্দী ভালোবাসা
স্বপ্নবন্দী তুই।
খরা বুকে লাঙ্গল চাষ করলেই কি আর
ভালোবাসার অঙ্কুরোদগম হয়?
শুধু তো স্বপ্নেই আসিস তুই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন