বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

বসন্ত হাওয়া



বসন্ত হাওয়া
- যাযাবর জীবন

ঘুম ঘুম চোখে
নাকে বাসি গন্ধা বকুল
ভোরের সকালে;

প্রেমিকার হাত নয়
আমি বন্ধুর হাত খুঁজি
বসন্ত বিকেলে;

তোর কথা মনে হতেই
মন খারাপের হাওয়া বেলা অবেলায়
ঐ যে শোন, পাগলা কোকিলটা ডাকছে ক্রমাগত
কেন জানি ভর দুপুর বেলায়
কোথাও মেঘ নেই আকাশে, তবু যেন
নুনচোখে বিষণ্ণতা ভিজে যায়;

ক্ষতি তোর কিছু হয়েছে কি না, জানা নেই।
আমি বন্ধু হারালাম তোর প্রেম জ্বরে;
এমন কেন হয়?
এমনই কেন হতে হয়, আমার সাথেই?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন