বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০১৫

বিজয়



বিজয়
- যাযাবর জীবন

সূর্য ডুবলেই রাত
তার পরেই তো নতুন দিনের সূচনা
আমরা অপেক্ষায় থাকি রাত্রি অবসানের;

এবার না হয় হলো না
নাহ, এবার কাওকে দোষ দেব না
ভুল থেকে শিক্ষা নিয়ে পরাজয় মেনে নেয় বীর,
এবার না হয় বঙ্গোপসাগরের কিছু পানি বেড়ে যাক
১৭ কোটি মানুষের চোখের জলে
আজ রাতের অন্ধকারে;

আবার কাল থেকে নতুন সূর্যে নতুন সূচনা
আবার স্বপ্ন দেখব
আবার খেলব
আবার লড়াই করব
আবার জয়ী হব খেলার মাঠে;

বিজয় আসবেই
বিজয় আসতেই হবে
যেভাবে এসেছিল '৭১' এ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন