বুধবার, ২৫ মার্চ, ২০১৫

মনবসন্ত



মনবসন্ত
- যাযাবর জীবন

তোর হেঁটে যাওয়া পথ আমায় চিনতে পারে না এখন
তোর মুখদেখা আরশিতে আমার প্রতিবিম্ব আজ ঘোলা
মনের আয়নায় আমার ছবি কি দেখা যায়?
নাকি ঝুম বর্ষায় ধুয়ে গেছে আমাদের প্রেম?

আবার কবে বসন্ত আসবে তোর মনে?
অপেক্ষায় রইলাম.....................



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন