অক্ষমতা
- যাযাবর জীবন
তোর কপালে একটি চুমু আঁকতেই
চুলের ঢেউ বেয়ে বিষাদের গাঢ় মেঘ
নদী উপচানো দুটি চোখ ছলছল
হৃদয়ের কানাড়ায় কান্নার কোলাহল;
ভালোবাসা দিতে গিয়ে বেদনা ছড়িয়ে দিচ্ছি প্রতিবার
প্রেম আঁকতে গিয়ে দহন এঁকে ফেলছি বার বার;
ক্ষমা করে দিস,
আর চুমু খাব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন