নিমন্ত্রণ
- যাযাবর জীবন
আমি কোথাও যাই না
নিমন্ত্রণ আমার জন্য না
আমি কোথাও আসি না
কেও আমায় আমন্ত্রণ করে না;
প্রেমের পুকুরে আমন্ত্রণের ঢিল পড়তেই
নানা রঙের প্রেমিকরা মাছচোখে ভেসে ওঠে
ভাবের তরঙ্গে,
প্রেমিকেরা দল বেঁধে ছোটে প্রেমিকার নিমন্ত্রণে
কারো প্রেম জুটি বাঁধে, ভাসে আনন্দে
কারো প্রেম ভো কাট্টা সুতো কাটে;
কেও নিমন্ত্রণ করে ধন্য
কেও নিমন্ত্রণ পেয়ে ধন্য
সামাজিকতা মানুষের জন্য;
মানুষের সমাজে যাযাবরের স্থান কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন