ভালোবাসা আঠা
- যাযাবর জীবন
রোদ মাথার ওপরে চলে আসতেই ছায়া আলিঙ্গনে
তোকে ধরতে গেলেই হাঁটি হাঁটি রোদ এগোয়
রোদ চলতে শুরু করার সাথে সাথে
ছায়াটুকু মরীচিকা হয়ে অনেক দূরে সরে যায়
প্রেমের ওৎ পাতা মনের ফাঁদে ধরা দেয় বিষণ্ণতা
বলতে পারিস, ভালোবাসা ধরা যায় কোন আঠায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন