মিল-অমিল
- যাযাবর জীবন
কৌটায় কিনে আনা ভালোবাসায় পায়ে আলতা লাগানো যায়
হাতে মেহেদী পড়তে হয় হৃদয়ের সিঞ্চিত ভালোবাসায়
মানব মন অনেক দামী ঐ বাজারের স্বর্ণ কৌটার দিকে তাকায়
হৃদয়! সে তো আছেই হেথায় গলিয়ে নেব না হয় ভাব ভালোবাসায়;
চিন্তা ও চেতনায় মিল হলেই সেতার সুর তোলে
অমিল শুধুই ভাঙ্গনের কথা বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন