সীমাবদ্ধতা
- যাযাবর জীবন
সূর্য পূব থেকে পশ্চিমে হাঁটে
তাল মিলিয়ে ছায়া হাঁটে সূর্যের সাথে সাথে
কখনো ছোট হতে হতে আমার সাথে মিশে
কখনো আমা হতে অভিমানে দূরে গিয়ে বসে
আমি ঠায় দাঁড়িয়ে তোর আশে;
সূর্য হাঁটুক বা না হাঁটুক
ছায়া থাকুক কিংবা নাই থাকুক
আমার তাতে কি যায় আসে?
আমার চলার পথ তো তোর পথে মিশে আছে।
আমার সীমাবদ্ধ প্রেম তোতে শুরু হয়ে, তোতে'ই থেমে আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন