মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

আবরণ



আবরণ
- যাযাবর জীবন

শরীরের তো একটা আলাদা সৌন্দর্য আছেই
বিশেষ করে নারী দেহের, পুরুষের চোখে;
নগ্নতা ঢেকে রাখতে হয়
খোলামেলা সৌন্দর্য সবার জন্য নয়;
আরে নগ্নতাই যদি দেখতে হয়
তবে সানি লিওনরা তো আছেই
নগ্নতা কেনা বেচার হাটে
দেহপসরা মেলে দিয়ে;

সব সৌন্দর্য কি আর সবার দেখতে হয়?
নারীর সৌন্দর্য কাপড়ের আবরণে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন