শনিবার, ৭ মার্চ, ২০১৫

গন্তব্য



গন্তব্য
- যাযাবর জীবন

গতকাল ছিল কর্ম ব্যস্ত সময়
আজকে সারাটা দিন কাটালাম খুশি আনন্দে
আগামীটা দেখেছে কে?

কালকে কি সূর্য উঠবে আমার চোখে?
কালকে কি অক্সিজেন ঢুকবে আমার নাকে?
কাল কি রক্ত দৌড়বে আমার ধমনীতে?
কাল কি হাড়ি চড়বে আমার উনুনে?
নাকি কাল শোকের ছায়া, আমার উঠোনে।

জীবনের মাঝপথে ট্রেন থেকে নেমে পড়লে দুঃখ পেও না কেও
ভেবে নিও ওটাই আমার শেষ ষ্টেশন ছিল;

ঐ যে ওখানে, আমার বাবার সাড়ে তিন হাত মাটির ঘরের পাশে
আরও সাড়ে তিন হাত ছোট্ট একটা টুকরো রাখা আছে;
জীবনের যাত্রাপথের দূরত্ব জানা না থাকলেও
ওটাই আমার শেষ গন্তব্য।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন