প্রতিবন্ধী
- যাযাবর জীবন
সকালের ঘুমস্বপ্নে পরীদের আনাগোনা
চারিদিকে লাল নীল সবুজ হলুদ জামা
আমি দৃষ্টি প্রতিবন্ধী
তোর দেহ রঙে
ভোর জুড়ে পাখিদের কলকাকলি
নদী পাড়ে পানির কুলকুল ধ্বনি
আমি শব্দ প্রতিবন্ধী
তোর কণ্ঠস্বরে
চারিদিক জুড়ে নানা রঙের নারী
নানা ঢঙের প্রেমের হাতছানি ভারী
আমি প্রেম প্রতিবন্ধী
তো'তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন