রবিবার, ২০ মে, ২০১৮

নীল মেখে, নীলাকাশে



নীল মেখে, নীলাকাশে
- যাযাবর জীবন


আমি সারারাত কাক-পুকুরে, ডুবে ছিলাম তোতে সবুজ হয়ে
স্বপ্নে স্বপ্নে রাতটা ঘুমচোখ হতে না হতেই লাল সূর্যে সকাল
এবার নীল মাখতে হবে উড়াল-ডানায়;

নীল কোথায়?
কিছুটা আকাশে আর বাকিটা, তোকে ভালোবেসে;

একবার ডুব দে আমার সাথে সাগর নীলে
তারপর তো তোর ভালোবাসতেই হবে, আমাকে;
আর নয়তো ডুবে যাবি বেদনা নীলে
আমার মত, ভালোবেসে;

চল ডানা মেলি নীলাকাশে, নীল মেখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন