মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

ভালোবাসার ঘনত্ব




ভালোবাসার ঘনত্ব
- যাযাবর জীবন


আজকাল আর তোর ঘুম ভাঙানো হয় না সেহরি'তে
ফোন নাম্বার বদলায় নি তোর
আমার নাম্বারও সেই পুরনোটাই আছে
শুধু সময় বদলে গেছে;

অথচ একটা সময় ছিল রাতে ফোন না দিলে
তুই উঠতেই পারতি না সেহরি'তে
কখনো যদি আমি উঠতে না পারতাম
অথবা ফোন দেয়া না হত যে কোন কারণে,
পরদিন কি অভিমানই না করতি তুই! অকারণে;
আর অভিমান ভাঙাতে কি না করেছি আমি!
মনে আছে?

আচ্ছা, এখন কে ঘুম ভাঙায় রে তোর?
কে জাগিয়ে দেয় সেহরি'তে?

আমি প্রায়শই ফোন হাতে নেই ভোর রাতে
তোর নাম্বারটা বের করি
ভাবি ফোন দেব
কিন্তু ফোন আর করা হয় না,
যেখানে অপেক্ষা নেই
যেখানে অভিমান নেই
সেখানে ভালোবাসার ঘনত্ব হালকা হয়ে যাবার কথা,
তাই না রে?

কই? আমার তো হয় নি এখনো
নতুবা কেন ফোন করা হয় না অভিমানে!

আচ্ছা! তোর ভালোবাসার ঘনত্ব কি তেমনি আছে?
বড্ড জানতে ইচ্ছে করে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন