রবিবার, ২০ মে, ২০১৮

ভাই-বোন, বাবা-মা; টাকা



ভাই-বোন, বাবা-মা; টাকা
- যাযাবর জীবন


টাকা বাবা
টাকা মা
টাকায় ভাই বোন,
টাকা স্বামী
টাকা স্ত্রী
টাকায় সন্তান,
টাকা সম্পর্ক
টাকায় স্বার্থ
টাকায় সবাই আপন;

নানাবিধ সম্পর্ক আর আত্মীয়-স্বজন
পরিবার পরিজন কিংবা খুব আপন জন
তাই কি? আরে সব বুলির বাহার
কাব্য জীবন,
টাকা আপন
একমাত্র টাকাই আপন;

টাকা অর্থ,
পকেটে টাকা তো সম্পর্কে অর্ঘ
টাকায় সম্পর্ক, মোড়ানো স্বার্থ
টাকা হীন সম্পর্ক? অনর্থ আর অনর্থ;

কি বিশ্বাস হলো না?
আমার জুতায় পথ হেঁটে দেখ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন