রবিবার, ২০ মে, ২০১৮

মৃত অতীত




মৃত অতীত
- যাযাবর জীবন


অতীত কখনো মৃত নয়
মৃত হয় না ভালোবাসা
মৃতকে কেও ঘুরেফিরে বারবার দেখে না;

অতীত জীবনেরই অংশ, বর্তমানে বিলীন
আর তাই যত মন খারাপ
আর তাই তো কবিতা
আর অতীত খুঁড়ে কান্না;

কোথায় ভুল হয়েছিল আমার?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন