মনে রাখা ও তারপর
- যাযাবর জীবন
একদিন আমি রব না
সূর্য উঠবে, সকাল হবে
একদিন আমি রব না
রৌদ্র পুড়বে দুপুর হবে
একদিন আমি রব না
বিকেল হবে, সন্ধ্যে হবে, রাত্রি হবে;
সেদিনও তোর খিদে লাগবে, ঘুম হবে,
স্বপ্ন বসবে দুচোখ জুড়ে
সেদিন কি আমায় মনে পড়বে তোর?
একটু কি মন খারাপ হবে?
তারপর?
অন্ধকারে মনখারাপ পুড়িয়ে দিয়ে নতুন সূর্যে নতুন প্রেম,
ঠিক না?
খুব ঠিক, এটাই ঠিক
বাস্তবতার চাদরে জীবন,
মৃতকে কে আর মনে রাখে ক'দিন?
একদিন সত্যি আমি রব না
সূর্য উঠবে, জ্যোৎস্না খেলবে
জোয়ার ভাটায় সময় বয়ে যাবে;
তবে না হয় তাই হোক,
আজকেই সেই দিন হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন