রবিবার, ২০ মে, ২০১৮

চাঁদ ছুঁয়ে আদর




চাঁদ ছুঁয়ে আদর
- যাযাবর জীবন


চোখ ছুঁয়েছে চাঁদ
মন চাঁদনি
অন্য কারো আকাশে সূর্য খেললে চাঁদের কি?

আকাশ জুড়ে মেঘ
আমি বৃষ্টি দেখি,
কান্নাও থাকে কারো কারো চোখে
কেও দেখে কি?

কেও চাঁদ দেখে
কেও তারা গোনে
আমি দেখি তোকে
স্বপ্ন কিংবা জাগরণে,
কেও সাগর দেখে
কেও ঢেউ গোনে
আমি দেখি তোকে
বন্ধ ও খোলা চোখে;

গাল ছুঁয়ে আদর
ঠোঁট ছুঁয়ে চুমু,
মন ছুঁতে পারি নি তোর
ব্যর্থতা আমারই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন