পাশে থাকিস
- যাযাবর জীবন
রাত হবি?
চল ডানা মেলি অন্ধকারে;
ভালোবাসবি?
আয় ডুবে যাই অন্ধকারে;
ভালোবাসা রঙ বদলায় হর হামেশায়
সাদাকালো থেকে রঙিন হতে হতে আকাশ
আকাশ পেয়ে গেলে সবুজ
মাঠ পার হতে হতে লাল
সূর্যাস্তে রঙ হারিয়ে সন্ধ্যা
বেদনায় নীলাকাশ তো রঙ হারাতেই পারে
ভালোবাসা অন্ধকার হতে হতে রাত;
আমি রাত হয়েছি
সূর্যোদয়ে কিন্তু তুই'ই ছিলি,
আবার কখনো যদি ভোর আসে সেদিন পাশে থাকিস, ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন