মনে মনে তুই, মনে মনে বৃষ্টি
- যাযাবর জীবন
কাল তুই ছিলি
আকাশ ছিল নীল
আর সূর্যের হাসি,
আজ তুই নেই
মন মেঘলা
কাঁদছে আকাশ;
কাল তুই ছিলি
রাত ছিল জ্যোৎস্না
আর চাঁদ খিলখিল,
আজ তুই নেই
দিনটাও অন্ধকার
বৃষ্টি রিমঝিম;
কাল আর আজকের মাঝে ফারাক তো কিছু আছেই
ফারাক সময়ের
দিন আর রাতের,
ফারাক অনুভবের
ভালোবাসার ও ভুলে যাওয়ার,
ফারাক জীবন যাপনের
তোর আর আমার,
তবুও আমরা মনে করি দুজন দুজন'কে
তুই মন থেকে ভুলে যেতে আমাকে
আমি মনে মনে ভালোবেসে তোকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন