তুই তুই গন্ধ
- যাযাবর জীবন
ঠোঁটের আর দোষ কি বল?
তোকে দেখলেই মন বলে চল;
আচ্ছা আজ কি পূর্ণিমা?
উঁহু! আজ তো অমাবস্যা
গভীর তিমির রাতে
আলো কেন আকাশে?
রাত অমাবস্যা, তবুও চোখ জ্যোৎস্না
বৃষ্টি হচ্ছে কি কোথাও?
উঁহু! বাইরে বড্ড গরম
ভেতরে শীত শীত অনুভব
ভেজা ভেজা মন
আর গায়ে হিমেল হাওয়া
অনেকদিন পর আজ কথা হলো
অনেকদিন পর বৃষ্টি হলো মন
অনেকদিন পর চাঁদ উঠলো রাতে
অনেকদিন পর জ্যোৎস্না হলো মন,
মনে আছে তোর?
সেই যে!
সে দিনগুলোতে ভিজতাম দুজন!
বৃষ্টিতে কিংবা জ্যোৎস্নাতে
সূর্যে কিংবা চাঁদে
দিনে কিংবা রাতে
ভালোবেসে আর ভালোবেসে;
আজ অনেকদিন পর মন বসন্ত
আর চারিদিকে তুই তুই গন্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন