রবিবার, ২০ মে, ২০১৮

বিশ্রাম




বিশ্রাম
- যাযাবর জীবন


কাল জ্যোৎস্নায় ডুবেছি সারারাত
সঙ্গে শুধু সঙ্গী ছিল চাঁদ
তোকে খুঁজতেই চাঁদ খুলে খুলে
হারিয়ে গেলি তুই স্বপ্ন থেকে দূরে
সকাল হতেই ক্লান্ত চোখ ঢলে পড়েছিল ঘুমে;

ঝড় হবে কি আজ?
সাগর দেখলেই মন উত্তাল
ইচ্ছে করে ডুবে যেতে নীলে

আজ আকাশটা মেঘ মেঘ
মন তো ভেজা হতেই পারে

পাখিও মাঝে মাঝে ক্লান্ত হয় উড়ে উড়ে
আমার নীল দেখলেই ডানা মেলতে ইচ্ছে করে ঐ আকাশ দূরে
আমি একবারই বিশ্রামে যাব ডানা ভেঙে চিরঘুমে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন