শনিবার, ২৬ মে, ২০১৮

দেখা হবে আজ



দেখা হবে আজ
- যাযাবর জীবন


আজ তোর সাথে দেখা করব ভাবতেই মন বৃষ্টি
আকাশ ঝরুক কিংবা নাই ঝরুক, ভিজছি তোতে;

তোর কথা মনে এলেই আমি ডুবে যাই তোতে
যখন তখন, দুপুর কিংবা রাতে
জল আমায় ভেজায় কোথায়?
প্রেম ভেজায় তোতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন