রবিবার, ২০ মে, ২০১৮

এখানেই বেশ



এখানেই বেশ
- যাযাবর জীবন


আমি আর কোথাও যাব না;

এখানে বেশ ঝাঁ ঝাঁ রোদ
আকাশ নীল নীল
সবুজের সমারোহ চারিদিক,
আমি এখানে ঠায় বসে থাকব একা
সবুজ গালিচায় সবুজ মেখে সবুজ হয়ে
এখানে ইচ্ছে হলেই হারিয়ে যাওয়া যায় রঙের খেলায়,
এখানে নীল বড্ড প্রকট
এখানে সবুজ বড্ড প্রকট
এখানে প্রকট ভালোবাসা, প্রকট মন খারাপের হাওয়া
এখানে সৌন্দর্য বড্ড মনখারাপ করা,
ঐ তো সাগর কেমন মেখে আছে নীলে আর নীলে
আমার সাথে মনখারাপে মিলে;

আমি আর কোথাও যাব না
আমি এখানেই রয়ে যাব একা
তারপর যখন কালো ছেয়ে যাবে অন্ধকারে
যখন চাঁদ উঠবে না আর আকাশে
যখন জ্যোৎস্না খেলবে না স্বপ্ন-রাতে
আমি ঘুমিয়ে পড়ব তখন
তোর বুকে, তোকে ভালোবেসে;
স্বপ্নের মধ্যে কিন্তু ফিরিয়ে দিস না আমায়, সেই সেদিনের মত করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন