ভেজা স্মৃতি
- যাযাবর জীবন
আজ আকাশটা ঝরছে খুব
বৃষ্টি নেমেছে ভারী
আমি ঠায় বসে জানালায়
ভিজছি একা একা
বৃষ্টিতে
ভালোবাসায়
স্মৃতি'তে
তো'তে;
সেদিনও ছিল এমনই এক বৃষ্টি দিন
ঝড়ের পাখায় তোর আগমন
আমি শুয়ে ছিলাম কাঁথামুড়ি
তুই কাঁথা সরিয়ে আমার বুকে গুটিসুটি
ভালোবাসায় ভিজতে না ভিজতে আমায় টেনে নিলি ছাঁদে
তারপর আবার ভিজলাম দুজনে
বৃষ্টিতে ও প্রেমে,
এই তো! এই সে দিনের কথা;
সময় হারিয়ে যেতে সময় লাগে না
সময় লাগে না মানুষ হারিয়ে যেতে,
আমি এখন হারাই মুহূর্তে মুহূর্তে
তোর দিয়ে যাওয়া প্রতিটা স্মৃতি'তে
ভালোবাসায় ভিজে তো'তে।
তারপর রাত হয়ে যাই দুজনে শুষ্ক ঠোঁটে, জলাধারে বসে;
তৃষ্ণা মেটে না আমাদের, ঠোঁটে ঠোঁটে;
তৃষ্ণা মেটে না ভালোবাসার,
ভালোবেসে আর ভালোবেসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন