চাঁদনির প্রস্থান
- যাযাবর জীবন
গত জ্যোৎস্নায় চাঁদনির আগমন;
দিন, মাস, বছর, যুগ অপেক্ষার পর ভেসে এসেছিলি চাঁদের ডানায়
মাত্র কয়েকদিন ,
প্রজাপতির ডানায় বেশ কাটিয়েছি এ কয়টা দিন
হাতে হাতে
চোখে চোখে
ঠোঁটে ঠোঁটে,
কাম ছিলো কি কোনো?
হয়তো কিছুটা ছিল
তবে ভালোবাসাটা ছিলো কানায় কানায়
সেই প্রথম বারের মতই;
আজ আরেকটি জ্যোৎস্না রাতে চাঁদনির প্রস্থান;
কোথা দিয়ে যে সময় পার হয়ে গেলো!
নিমিষে একটা মাস উধাও হলো,
আজ তোর চলে যাবার দিন
আমায় রাত করে;
এরপর আর কি আর দেখা হবে?
দিন, মাস, বছর কিংবা যুগ পার হলে!
আমি আবার অপেক্ষায় থাকব
তোর ফিরে আসার,
দেখিস, এবার যেন খুব দেরী না হয়ে যায়;
আরেকটিবার দেখতে চাই তোকে
মাটির ওপর থেকে, মাটির চোখে
তারপর না হয় মাটি হব, মাটিতে মিশে;
ভালোবাসার প্রহর কাটিয়েছিস কখনো?
চাতক চোখে
প্রতীক্ষার মুহূর্ত গুণে;
পূর্ণিমা রাতে যখন চাঁদনি চলে যায়
আমার আকাশ অন্ধকার হয়ে থাকে অমাবস্যায়,
তোর বোঝার সাধ্য কোথায়?
তুই চাঁদনি হয়ে সূর্য হবি, অন্য কারো আকাশেতে
চাঁদনি-হীন আমার আকাশ রাত্রি হবে, অপেক্ষাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন