শেখা হয় নি এখনো
- যাযাবর জীবন
একদিন সূর্য ঘুমিয়ে যাবে রাতের অন্ধকারে
সেদিন তোকে ভালোবাসব আমি
সে'দিন আজ নয় জানি
আজ তোকে ভালোবাসতে পারি নি
একদিন তারা'রা নিভে যাবে সূর্যের আগমনে
সেদিন তোকে ভালোবাসব নিজের করে
সে'দিন আজ নয় জানি
আজ তোকে ভালোবাসতে শিখি নি
একদিন আকাশে অনেক মেঘ হবে জানি
একদিন আমায় ভাসিয়ে বৃষ্টি নামবে
একদিন উত্তাল হবে সাগর
একদিন গাঢ় সবুজে ছেয়ে যাবে পাহাড়
একদিন জ্যোৎস্নার স্রোতে ভেসে যাব আমি
সেদিন হয়তো ভালোবাসা শেখাবে মেঘ
ভালোবাসা শেখাবে চাঁদ
ভালোবাসা শেখাবে পাহাড়,
সেদিন নিশ্চয়ই ভালোবাসা শিখে যাব আমি
সে দিন তোকে ভালোবাসব মনের মত করে
সেদিন তোকে ভালোবাসব আমি একান্ত নিজের করে
সে'দিন থেকে তুই শুধুই আমার
ঈর্ষায় কালো হবে চাঁদ
লাল হবে সূর্য
আর নীল হবে পাহাড়,
সে'দিন আজ নয় জানি
আমি আজো তোকে ভালোবাসার মত ভালোবাসতে পারি নি
আমি এখনো বোধহয় ভালোবাসা শিখি নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন