বদল
- যাযাবর জীবন
রঙ বদলায় আকাশ
দিনে নীল দেখি
রাতে কালো
আসলে আকাশের রঙ কি?
নারীর আঁচলে দোলে প্রেম
খেলে রাগ, দুঃখ, অভিমান আর ঘৃণা
দোল খায় ভালোবাসা,
আচ্ছা! অনুভূতির কি রঙ হয়?
আমার চোখে রাত্রি মাখা।
মাঝে মাঝে আকাশে মেঘ জমে
মাঝে মাঝে বিজলী চমকায়
মাঝে মাঝে ধুন্ধুমার বৃষ্টি
নীলের ওপর রঙের পরত পরে
কিংবা কালোর ওপর
আকাশ কখনো ধূসর দেখায় ভোরে আর সন্ধ্যেয় লালাভ
আদতে, আকাশের রঙ বদলাতে পেরেছে কে?
কিংবা নারীর মন;
আমি নিজেকে বদলাতে বদলাতে বদলে ফেলেছি জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন