রবিবার, ২০ মে, ২০১৮

বেহিসাবির হিসাব




বেহিসাবির হিসাব
- যাযাবর জীবন



এক তুই ছিলি আর এক তুই তুই রাত
এক বুক ভালোবাসা ছিল আর বেহিসাবি চাঁদ
একদিন হিসেব কষে মেঘ করলো
মেঘটা বড্ড কালো ছিল আর কালো কালো রাত;

যেদিন জিজ্ঞাসা করেছিলি কতটুকু ভালোবাসি তোকে
সেদিন থেকে ভালোবাসা কেমন ঘুমিয়ে গেছে
হিসেব কষে স্বার্থান্বেষী
আমি শুধুই ভালোবেসেছি;

তুই বড্ড বেশী হিসেবি
ভালোবাসা বেহিসাবি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন