রবিবার, ২০ মে, ২০১৮

আমন্ত্রণ, ঘুমঘোরে



আমন্ত্রণ, ঘুমঘোরে
- যাযাবর জীবন


তুই থাকলে ভালোবাসা
আর নয়তো কবিতা,
কখনো তোর স্বপ্নে পার হয় রাত
কখনো ক্লান্ত হয়ে ঘুমে;

জানিস! কাল রাতে ধুম বৃষ্টি হচ্ছিল এখানে,
ঠাণ্ডা হাওয়ার ঝাপটা লেগেছিল কি তোর জানালায়?
ঘুমঘোরে যদি কখনো জড়িয়ে ধরতে ইচ্ছে করে আমায়
তবে চলে আসিস কোন এক ঝুম বৃষ্টি দিনে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন