চাতক ভালোবাসা
- যাযাবর জীবন
বহুদিন ঠোঁট ছোঁয় নি ঠোঁট
উপোষী তুইই বা কম কিসে?
ইদানীং চাতক মেলা ভার
মৌসুমটা যে বৃষ্টির, ভরে আছে জলাধার
তবুও বড্ড শুকনো হয়ে থাকে ঠোঁট
আর মন চাতক চাতক,
জানিস! কাল রাতে খুব বাতাস দিয়েছিল
জানালার শার্শিতে নারকেল পাতার দোল,
একবার ভাবলাম তুই এলি বুঝি
আমি জানালা খুলে দিতেই চোখে মুখে ঠাণ্ডা হাওয়ার ঝাপটা,
ভালোবাসা পাঠিয়েছিলি বুঝি?
তুই ক্রমাগত ভালোবেসে যাস দূর থেকে
আমার ক্রমাগত ভালোবাসা তোতে তোতে,
আমাদের দূরত্ব সময়ের
দূরত্ব অনুভবের
দূরত্ব জীবনের,
আমরা এক চাঁদ দূরত্বে থেকে দুজনেই ভালোবেসে যাই চাঁদনি
এক মাঠ দূরত্বে থেকে সবুজ
এক সমুদ্র দূরত্বে থেকে নীল ,
তারপর আকাশে যখন মেঘের ঘনঘটা
কান্না ঝরে পরার আগেই কঠিন হয়ে যাই
এক পাহাড়ের দুই দিকে,
দুজনই এক সাথে;
তারপর রাত হয়ে যাই দুজনে শুষ্ক ঠোঁটে, জলাধারে বসে;
তৃষ্ণা মেটে না আমাদের, ঠোঁটে ঠোঁটে;
তৃষ্ণা মেটে না ভালোবাসার,
ভালোবেসে আর ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন