নীল ডাকি, নীল মাখি
- যাযাবর জীবন
নীলের নীচে বসে আছি সবুজ ঘাসের বনে,
নীল ডাকি, সবুজ ডাকি;
কি এক বিবর্ণ ভালোবাসায় মনে তুই আসতেই চোখ বন্ধ করি
ঘাসের পরে শুয়ে ছিলাম কতক্ষণ জানি না তোর আবেশে মিশে
ভালোবেসে, আর ভালোবেসে
কানে গুরুগুরু ডাক যেতেই চোখ মেললাম
ঝরঝর বৃষ্টি ভিজিয়ে দিল আমায়
চোখের কোলে কান্না জমেছিল কি?
ভাগ্যিস তুই দেখিস নি
বৃষ্টি সব ধুয়ে দেয়
গ্লানি, জ্বরা, কান্না;
মন ধুয়ে দিতে পারে না?
কিংবা ভালোবাসা?
উঁহু! থাক
ভালোবাসা ধুয়ে দিলে আমার আর কি থাকবে বল?
তুই তো কবেই ধুয়ে নিয়েছিস তোর মন;
তার থেকে এই বেশ সবুজ ঘাসে শুয়ে থাকি
মন ও আকাশের নীল দেখি
নীল ডাকি, নীল মাখি;
আমি ভালো আছি
আমি খুব ভালো আছি
তোকে ভালোবেসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন