ফেরা হয় না
- যাযাবর জীবন
নদীতে জোয়ার ভাটা;
মানুষের জীবন?
সে তো নদীই
কখনো জোয়ার কখনো ভাটা;
সমাপ্তিটা কেও দেখে
কেও উপেক্ষা করে
ওখানে শুধুই ভাটা
আমি প্রচণ্ড টান অনুভব করি সমাপ্তিতে
স্রোতের বিপরীতে কে আর টিকে থাকে?
ভাটিতে প্রচণ্ড টান
নেমে যাওয়ার,
টান মাটিতে, মাটি হওয়ার;
ফেরাটা ইচ্ছের অধীন না
ইচ্ছে থাকলেও ফেরা হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন