প্রতিদান
- যাযাবর জীবন
প্রতিদান সবাই চায়
Cash এ অথবা Kind এ,
কেও সরাসরি
কেও ঘুরিয়ে পেঁচিয়ে
কেও বা ঠারেঠোরে ইশারাতে;
আমি কতবার কতভাবে বলেছি!
ইশারা বোঝার ক্ষমতা ওপরওয়ালা দেয় নি আমাকে;
ঠারেঠোরে আমায় কিছু বলা আর অরণ্যে রোদন একই কথা;
কেন যে মানুষ এই সহজ সত্যটা বোঝে না!
পৃথিবীর গান শোনে নীল ধ্রুব তারা;
শোনে কি?
গায়কের মনোকষ্ট, স্রোতার কান নষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন