মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

আমি ক্ষুধার কথা বলছি




আমি ক্ষুধার কথা বলছি
- যাযাবর জীবন


একজন শরীর জড়িয়ে থাকে
আরেকজন মন;
আমি ক্ষুধার কথা বলছি,
ক্ষুধা, টাকা টাকা কয়;

ক্ষুধার কথা পেটের সাথে
শরীরে জড়িয়ে রয়
ক্ষুধা, কবিতা নয়;

মন ক্ষুধার সাথে সাথে রয়
শরীর মনের সাথে
ক্ষুধা, ঝলসানো রুটি নয়;

পেট শান্ত হয় খাদ্য পেলে
খাদ্য পেতে টাকা
আমার পেট শান্ত হলেই চলে;

দুই আর দুইয়ে চার হলে কি আর খাদ্য মেলে?
দুই আর দুইয়ে পাঁচ হয় ক্ষুধায় অন্ধ হলে
ক্ষুধা অংক নয়;

আমি শরীরের কথা বলছি
আমি মনের কথা বলছি
আমি ক্ষুধার কথা বলছি,
ক্ষুধা টাকার কথা কয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন