মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ভাবনার এখন তখন


ভাবনার এখন তখন
- যাযাবর জীবন


একটা সময় ভাবনাগুলো সুনির্দিষ্ট ছিল
মন একীভূত ছিল তোতে;

আজকাল মন আর কোথায় মনে'তে থাকে?
মনের কত ডালপালা হয়েছে!

এখন ভাবনাগুলোর বদল
প্রহরে প্রহরে
দিনে দিনে
ক্ষণে ক্ষণে
ঋতুতে ঋতুতে;

তুই এখনো শীতের কুঁকড়ে থাকা ভাবনার সাথে
ভরা বর্ষার ভাবনা মেলাতে যাস
অথচ আমি তখন কুলকুল ঘামছি প্রখর গ্রীষ্মে;

সকালের ডানা মেলা পাখি সন্ধ্যেয় ঘরে ফিরবেই,
কে বলেছে?

কেও নদীতে সাঁতরায় ঘেমে
কারো জ্যোৎস্নার নদীতে অবগাহন প্রেমে

সময় নদীতে কখনো পলি কখনো বান
আর ভাবনাগুলো পাখির ডানায়

পৃথিবীর সময়ে এখন দুপুরের দ্বিপ্রহর
কাজে ব্যস্ত সবাই, কাজের সময়;
আর আমার?
চল মন এখন ঘুমের বাড়ি
স্বপ্নে স্বপ্নে একটু আদিখ্যেতা করি,
প্রেমের আবার নির্দিষ্ট সময় আছে নাকি?

তোর সুনির্দিষ্ট ভাবনায় হয়তো আমি
আমার অনির্দিষ্ট ভাবনায় শুধুই মন
বড্ড স্বার্থপর আমি, এখন তখন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন