বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

হ য ব র ল




হ য ব র ল
- যাযাবর জীবন


কাগজ আর কলমের যুদ্ধ
মনের যত আঁকিবুঁকি
কারো গল্প লিখার বৃথা চেষ্টা
কারো বা কবিতা আঁকার

ঐ যে ঠোঁটের বাঁকে এক চিলতে হাসি
আনন্দের একটা ছোট গল্প

চোখের কোনে এক ফোঁটা লবণ জল
প্রেমের একটা অধ্যায়

বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস
একটা বিচ্ছেদের কবিতা

আর নিথর পড়ে থাকা ঐ যে শব্দহীন শব
একটা জীবন উপন্যাস

কলমের কি সাধ্য আছে জীবন লিখার!
আমি শুধুই হ য ব র ল আঁকি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন