মন ছুঁয়ে চোখ
- যাযাবর জীবন
মন ছুঁয়ে ছুঁয়ে মেঘ
চোখ ছুঁয়ে ছুঁয়ে জল
শরীর ছোঁয়াছুঁয়ি খেলায় হেরে যায় মন
আর মন খেলায় আমি,
দেখ! কত সমুদ্র লবণ জমা হয় চোখ চুয়ে চুয়ে;
তোর সাথে ছোঁয়াছুঁয়ি খেলাটাই ছিল আমার ভুল,
ঠোট ঠোঁটে ছোঁয়াছুঁয়ি খেলা
সেদিন এমনই এক রাত্রি বেলা;
চাঁদনি কবে ছুঁয়েছিল মধ্য দুপুর?
চাঁদ খেলায় চাঁদনির হার অমাবস্যায়
আর মন খেলায় আমার;
আমার জানালার পাশে অনেকগুলো কদম ফুটেছে
তুই নিবি? আমার হাত থেকে,
তবে আয় মধ্যরাতে সূর্য ঘুমানোর পরে;
আমি স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে কদম মাখাবো তোর চাঁদ গায়ে
তুই আমায় ছুঁয়ে ছুঁয়ে জ্যোৎস্না মাখাবি এই চাঁদনি রাতে
তারপর না হয় কান্না ছুঁয়ে ছুঁয়ে আবার আলাদা হব দুজন দুদিকে;
পাহাড়ের সাথে কেবল ঝর্নাই মেশে রে,
সাগর অনেক দূরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন