এই আছে এই নেই
- যাযাবর জীবন
একদিন খররোদে দুজন
একদিন বৃষ্টিতে দুজন
একদিন জ্যোৎস্নায় দুজন
অনেক ভেজার পর
একদিন কান্নায় দুজন,
অনুভবগুলো বড্ড অচিন;
সময় বড় অদ্ভুত
এই আছে এই গত
টিক টিক টিক টিক
কাঁটা ঘুরছে ক্রমাগত,
সময় ঘড়ির চাকায়;
বড় অদ্ভুত সম্পর্ক
এই আছে এই নেই
টিকে থাকে স্বার্থ
আর নতুন সম্পর্ক
ক্রমাগত ক্রমাগত,
সম্পর্কগুলো বড্ড জটিল;
অদ্ভুত এই জীবন
এই আছে এই নেই
টিক টিক টিক টিক
চলছে সবই
কোন কিছু থেমে নেই
জীবন এমনই;
কখন যে নেই হয়ে যায়!
সময়
সম্পর্ক
আর জীবন,
চোখের নিমিষে;
কে বলতে পারে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন