কোথায় রে তুই?
- যাযাবর জীবন
ছেলেবেলা,
ও ছেলেবেলা!
কেমন আছিস?
কোথায় রে তুই?
ছেলেবেলা
দুরন্তপনা
জলবিছুটি
শাপলা পুকুর
লাফালাফি
ঝাপাঝাপি
দিগন্ত মাঠ
ছেলেবেলা
কেমন আছিস?
কোথায় রে তুই?
কোথায় রে তুই
হারিয়ে গেছিস
মনের ঘরে
ঝুল বারান্দা
অনেক স্মৃতি
অনেক কথা
কেমন আছিস ছেলেবেলা?
কেমন আছিস?
কোথায় রে তুই?
দাতই গোটা
ঠোলুই ঠাস ঠাস
গুলতি চড়ুই
ডাহুক ডাক
বন জঙ্গল গ্রামটা জুড়ে
এখন সেসব মনের ঘরে
বাবুই বাসা
তাল গাছ
বাঁশের মই
তালের শাঁস
টই টই হৈ চৈ
মায়ের বকা
দাদীর আঁচল
কোথায় রে তুই ছেলেবেলা?
কেমন আছিস?
কোথায় রে তুই?
মেঠো পথ
কাঁচা রাস্তা
সারা দিনমান
ধূলি ধুলো
মহিষ গাড়ি
হাট হুরর হুরর
বটের পাতা
ধূলি ধুসর
সারাটা দিন
ধূলি মাখা
খালের উপর
বাঁশের সাঁকো
ঝাপাঝাপি
হৈ হৈ হৈ
ঝাঁকি জাল
মাছের খোলুই
পাতিল ভরা
শিং মাগুর কৈ
কোথায় রে তুই ছেলেবেলা?
কেমন আছিস?
কোথায় রে তুই?
ধানের ক্ষেত
সবুজ মাঠ
ঘরের উঠোন
ধানের গোলা
সকাল বিকেল
মুনি মিন্তি
পান্তা ভাত
মরিচ ডলা
ধানের রোঁয়া
সবুজ সবুজ
সোনা সোনা ধান
জাঁকালো শীত
পিঠা উৎসব
ধান ভাঙার গান
কোথায় সে সব দিনগুলো
কোথায় রে তুই?
কোথায় রে তুই?
কোথায় রে তুই ছেলেবেলা?
কেমন আছিস?
কোথায় রে তুই?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন