মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

মায়া



মায়া
- যাযাবর জীবন


বড্ড মায়া তোর চোখে
যখন চোখ চেয়ে থাকিস,
বড্ড মায়া তোর হাতে
যখন হাতে হাত রাখিস
বড্ড মায়া তোর বুকে
যখন আমায় অনুভব করিস
বড্ড মায়া তোর মনে
যখন আদর করিস;

মায়া প্রেম নয়
মায়া নয় ভালোবাসা
মায়া শুধু মায়াই
হৃদয় অনুভবে
কেও বুঝুক আর না বুঝুক, মন বোঝে;

মায়ার প্রতিদান দেয়ার সাধ্য নেই আমার
শুধু অনুভবে তুই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন