মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

বিষণ্ণ তুই একা



বিষণ্ণ তুই একা
- যাযাবর জীবন


উদাসী তুলিতে বৃষ্টির রঙ
আঁকতে গেলেই জলে ডুবি
ক্যানভাসে রঙ বসে না
জলে ধুয়ে যায় সব ছবি

এখানে আজ ঝুম বৃষ্টি
ভিজছি তোতে একা
ওখানে সন্ধ্যা, ডুবছে সূর্য
বিষণ্ণ তুই একা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন