মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

অবশ অবশ



অবশ অবশ
- যাযাবর জীবন


শরীরের বাঁ পাশটা অবশ অবশ
বাঁ হাত
বাঁ পা
মস্তিষ্কের অর্ধভাগ, কেবল বাঁ পাশ,
বাঁ দিকের কিডনি
বাঁ ফুসফুস
সবকিছুই কেমন অবশ অবশ
শুধুই বাঁ পাশ;

আচ্ছা হৃদপিণ্ড তো একটিই
সেটাও বাঁ পাশ,
এখনো ধুকপুক করছে, ধুঁকে ধুঁকে
থেমে গেলে তোকে ভালোবাসব কি করে?

কখনো উত্তর জানা হবে না
ধুকপুক থেমে গেলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন