মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

চাঁদ ডুবিয়ে





চাঁদ ডুবিয়ে
- যাযাবর জীবন


দেখ! কি সুন্দর জ্যোৎস্না উঠেছে
চল কোথাও ঘুরে আসি,

চলো;

কিছু খাবি? চল কোথাও বসি,

হুম;

কি খাবি?

চুমু;

ফাজলামি করিস না, বল কি খাবি?

চুমু;

ধ্যাত! ওটা খেলে কি পেট ভরে?

আমার মন ভরে;

.
.
.
.

তবে চল, চুমু খাই চাঁদ ডুবিয়ে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন