বর্ণহীন মায়া
- যাযাবর জীবন
কত রঙেরই অনুভূতিই না আছে!
কত কত রঙ আছে পৃথিবীতে;
রংবেরঙের অনুভূতিতে বড্ড এলার্জি আমার।
প্রেমে আমার বড্ড ভয়
প্রেম! নামেতেই মনে সংশয়
লাল নীল হলুদ বেগুনী
সাদা কালো কমলা সবুজ
হরেক রঙের প্রেম দেখা হয়ে গেছে জীবনে
আর না দেখলেও বাকি কটা দিন হেসে খেলে চলে যাবে;
স্নেহ মমতা ভালোবাসা?
তাও তো কম দেখলাম না
নানা রঙে স্নেহ
নানা রঙের মমতা
নানা রঙের ভালোবাসা
স্বার্থের রঙ আমার বড্ড হয়ে গেছে চেনা
এত এত স্নেহ মমতা ভালোবাসা দেখতে দেখতে আমি রংকানা;
এখন আগ বাড়ানো স্নেহ মমতা দেখলে ভয় করে
ভালোবাসা? নামটাই মন থেকে মুছে গেছে, মন ভয়ে;
এখন আর কোন রংবেরং এর অনুভূতি মনে দাগ কাটে না।
একজন দুজন খুব হাতে গোনা,
কোথায় যেন রয়ে গেছে মনের কোনে;
খুব কাছের কেও নয় তারা
তবুও প্রায়শই উঁকি মারে মনে
খোঁজ নেয়, খবর নেয়
আমায় না পেলে উতলা হয়,
কোন প্রেম নয়, ভালোবাসা নয়, স্বার্থ নয়,
মাঝে মাঝে মায়া দেখায়
শুধুই মায়া;
এদের মায়ায় কেন জানি চোখ ভিজে যায়;
মায়া কি তবে চোখের জল?
মায়ার রং কি বর্ণহীন?
কি জানি?
হবে হয়তো!
আচ্ছা! এখনো আমার চোখে জল আসে?
এখনো কেন মায়া উপেক্ষা করতে পারি না!
সম্ভবত চোখের জল বর্ণহীন বলে, কিংবা মায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন