মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

রঙ বদল



রঙ বদল
- যাযাবর জীবন


আকাশ রঙ বদলায় দিনে
এক এক রঙ দিনের এক এক প্রহরে
কালো রঙ ধরে রাতে,
মনের রঙ বদলায় প্রেমে
লাল হয় বিচ্ছেদে,

পাথর কি বদলায়?
পাহাড়?
সাগর?
আকাশের শুধু রঙেরই বদল, দিনে ও রাতে;
আকাশ আর বদলায় কই?
তবে মন বদলায়
সময়ের সাথে সাথে
মন তো আর আকাশ নয়!

আমিও বদলে গিয়েছি বয়সে
বদলাতে বদলাতে সন্ধ্যা হয়ে গিয়েছি
খুব শিগগীরই একসময় রাত হয়ে যাব
তারপর একবারে ঘুম হব মাটিতে;
মাটি রঙ বদলায় না কখনোই।

তুই অনেক বদলেছিলি প্রেমে
অনেক বদলেছিস বিচ্ছেদে
এবার থিতু হ সংসারে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন