হাতছানি ডাক
- যাযাবর জীবন
কত কত হাতের ডাক
কত রকম হাতছানি
মনের ডাক কোথায় আজকাল?
স্বার্থের ডাক বুঝি সবখানি
কত রকম চেহারার মানুষ
কত কত রঙ
রঙ বেরঙ এর হাতছানি কত
কত কত তাদের ঢং
আমি কি খুব বেশী চেয়েছি?
দিনে চেয়েছি প্রখর সূর্য আলো
রাতে একটু ঘুম চেয়েছি
আর অন্ধকার, ঘুমকালো
আলো কোথায়? বিষণ্ণ দুপুর
হলদেটে ম্যাড়ম্যাড়ে আলো
আঁধার কোথায়? ধুসর ধুসর
চাঁদনিও ধোঁয়াটে কালো
স্বার্থের ডাক চেখে চেখে আজ
মনেতে পড়ে গেছে দাগ
হাতছানিতে তাই বড্ড ভয়
ভালোবাসাবাসি আমার জন্য নয়
কত রকম হাত কত রকম ডাক
ইশারা আমি বুঝি না রে নারী
ভালোবাসে হাত বাড়াস না আর
ভালোবাসায় আমি আনাড়ি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন