কিসের অহংকার
- যাযাবর জীবন
এই যে শরীর
বীর্য থেকে সৃষ্টি মাটির তৈরি,
এক একজনের এক এক গঠন;
ছেলেদের এক রকম
মেয়েদের একটু অন্য রকম
সবাই কিন্তু মাটিরই তৈরি;
এত অহংকার কিসের?
সব ছেলেই একই গঠনের
শরীর ও মনে;
কেও একটু স্থুলো
কেও লিকলিকে
কেও সুঠাম গড়নের
কেও একটু লম্বা
কেও বা খাটো;
শারীরিক গঠনে হয়তো একটু মন খারাপ
বেশীরভাগই তোয়াক্কা করে না
কারো কারো মনখারাপ
কারোর বা অহংকার?
সবাই তো মাটিরই তৈরি
মাটিতেই যাবি;
দেমাগ কেন?
কিসের অহংকার?
সব মেয়েদের শারীরিক একই গঠন
মন? লক্ষ রকম;
কেও একটু স্থুলো তো মন খারাপ
কেও বা লিকলিকে, মন খারাপ
কারো গায়ের রঙ ময়লা, মন খারাপ
কেও ধবধবে ফর্সা, মন খারাপ
কেও লম্বা তো কেও খাটো, মন খারাপ
গঠনে একটু এদিক ওদিক
মন খারাপ, সৃষ্টিকর্তার দোষ
তুষ্টি কোথায়? শরীর ও মনে;
কেও একটু সুন্দরী, অহংকার
কেও বেশী সুন্দরী, বড্ড দেমাগ;
আরে! সবাই তো মাটিরই তৈরি
মাটিতেই যাবি;
দেমাগ কেন?
কিসের অহংকার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন