হাসি ও কান্নায় বহুরূপী
- যাযাবর জীবন
হাসি ছড়িয়ে দিতে হয়, দাঁত বের করে
খুশি বৃদ্ধি দাঁতের ঝলকানিতে;
সুখের কথা জানান দিতে হয়
সুখ বেড়ে যায়, বিলানোতে;
কষ্ট চেপে রাখতে হয়
কি দরকার মানুষকে কষ্টের ভাগীদার করে?
দুঃখগুলো শুধুই আমার
বহুরূপী হাসিয়ে কি হবে?
আপনজনেরা সুখে হাসে, দুঃখে কাঁদে,
বহুরূপীগুলো সুখে জ্বলে, দুঃখে হাসে
চোরের মত মুখ লুকিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন