জেগে জেগে স্বপ্ন
- যাযাবর জীবন
একদিন কোন এক গভীর রাতে
আকাশে মেঘ ভাঙছিল
চোখে ভাঙছিল ঘুম,
অনেকক্ষণ জেগে থেকে থেকেও
না বৃষ্টি এলো
না এলি তুই,
অনেক রাত অবধি স্বপ্নটাকে আটকে রাখতে রাখতে
পাখির কিচিমিচি
আমার কতগুলো রাত ভোর করছিস বলতে পারিস?
কোন একরাতে তোর চোখে স্বপ্ন ধরিয়ে দিয়ে যদি বলি জেগে থাক!
পারবি?
অতটা ভালোবাসা বুকে ধরিস?
না রে, চিন্তা করিস না
ভালোবাসার পরীক্ষা নিতে সারারাত তোকে জাগিয়ে রাখব না;
তার থেকে তুই ঘুমা
রাত ঘুমাক
আমি জেগে আছি তোর স্বপ্ন শিয়রে;
জানিস! ঘুমিয়ে থাকলে তোকে আরও বেশী মায়া লাগে,
তোর ঘুমন্ত মুখের দিকে চেয়ে চেয়ে একটা জীবন তো কাটিয়ে দেয়া যেতেই পারে!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন